বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০১৪

আপনার যে কোন অ্যান্ড্রয়েড ফোনকে বানিয়ে ফেলুন Nokia 





সাম্প্রতিকনকিয়ার প্রথম অ্যান্ড্রয়েড অ্যাপ সাপর্টেড ফোন নকিয়া এক্স, নকিয়া এক্স+ ও নকিয়া এক্সএল নিয়ে এসেছে ।



ফোন গুলোকে সম্পূর্ণ রূপে অ্যান্ড্রয়েড ফোন বলা যায় না। করান ফোন তিনটির কোনটিই গুগল প্লেষ্টোর,গুগোল ম্যাপ্স সাপোর্ড করে না। তবে থার্ড পার্টি সাইট থেকে অ্যাপ ডাউনলোড দিয়ে ইন্সটল করা যায়।



এই ফোনটি আমাদের সাধারণ অ্যান্ড্রয়েড ফোনগুলো থেকে আলাদা করেছে এর নতুন লান্চার টি দিয়ে। নকিয়া এক্স লান্চারটি তে উইন্ডোজ+লুমিয়া+আশা এর ফিচার এর সংমিশ্রণে তৈরি করেছে। আপনি চাইলে আপনার অ্যান্ড্রয়েড ফোনটিতে এই লাস্চার ব্যবহার করে nokia x এর কিছুটা স্বাদ নিতে পারেন।

                                                               

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন