বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০১৪

যাহারা গত ৩জি টিউনে কষ্ট পেয়েছেন এবং যাহারা স্পিড ঠিক মতো পাচ্ছেন না পোষ্টটা তাদের জন্য (নিউ)



আমার গত টিউনে যাহারা আমাকে গালি দিছেন/খারাপ মন্তব্য করেছেন/মনেকরেছেন আগের টা মডিফাই করা নয় তাহলে আমি দুঃখিত কারন এবার হয়তো আর বলার সুযোগ পাবেন না। আগের নিয়মেই সব কিছু  করতে হবে জাষ্ট সফ্ট টা আলাদা আগের টা অন করলে আর কিছু করা লাগতো না কিন্তু এটা রান করে লিসেন এ ক্লিক করতে হবে। যদি স্পিড কম দেখায় তাহলে নিয়ম অনুসরন করুন: Click>Close then again Click>Listen ব্যাস দেখবেন স্পিড ১০০ এর উপর বিশ্বাস না হলে নীচে একটা ফটো দিচ্ছি এটা আমার এরিয়ার। আর হ্যা অবশ্যই একটা ৩জি প্যাকেজ একটিভেট থাকা লাগবে। আর একটা কথা ভাই আপনারা যেটাই মন্তব্য করুন আমার কিছুই যাবে আসবে না। কারণ আমি আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই যদি কোন ফাইল বা সফ্ট কোন সাইট থেকে ডাউনলোড করলেন বা কেউ আপনাকে দিল সেটা আপনি নিজে একটা পোষ্টের মাধ্যমে শেয়ার করলেন এটা ভেবে তো আর বসে থাকবেন না যে এটা আমার কাছে আছে অন্য কারকাছে নাই। ধরুন ২০১৩ সালে একটা জিনিসের খোজ পেয়েছেন নতুন বছরে যদি সেটা কর্যকর থাকে তাহলে আবার সেটকে শার্ট প্যান্ট পরিয়ে বাজারজাত করলে সমস্যা কোথায় এটাতো আইনত দন্ডনীয় অপরাধ নয় তাই কি না? যারা আগে দেখেনী তারা এটাকে আবার দেখার সুযোগ পেয়ে গেল জানতে পারল যে এটা এখনো কাজ করছে। আপনারা হয়তো চিন্তু করছেন এতো বক বক করছি কেন আসলে আমার আগের পোষ্ট টা ছিলই মনে হয় এমন। আর একটা কথা এন্ড্রয়েড এবং সিম্বিয়ান ভাইয়েরা আমি দুঃখিত কারন এই গুলার ফ্রি হচ্ছে নামে আসলে টাকা কেটে নেয় আমি ট্রায় করে দেখেছি আপডেটেড কিছু পাইলে দিব। আর জাভা ভাইদের জন্য আগামী টিউন এ আসছি।
যারা সেটিংস জানেন না আমার আগের টিউনে দেখেনীন: এখানে
নতুন সফ্টের লিংক: (বি: দ্র: লিংটিতে ক্লি করবেন না অনুগ্রহ পূর্বক ব্রাউজারের এড্রেস বারে এটি টাইপ করে এন্টার প্রেস করুন আর যদি লিখতে কষ্ট হয়ে তাহলে ১ম কমেন্টে দেখুন)





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন