বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০১৪

Windows Phone এ ঝটপট নিয়ে নিন Screen Shot!

Windows Phone নিয়ে খুব কম টিউনস শেয়ার করা হয়েছে। কিন্তু এর অনন্য ফিচারের জন্য বিশ্বে এ অপারটিং সিস্টেমটি অনেক popular । আমাদের দেশেও এদের popularity দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এর ব্যবহার অনেক ক্ষেত্রে সহজ, আবার অনেক ক্ষেত্রে কঠিন। আগেই বলে রাখি, প্রত্যেক অপারটিং সিস্টেম এর নিজস্য বৈশিষ্ট আছে। সুতরাং Android, Android এর জায়গায়; iOS, iOS এর জায়গায়; Windows Phone, Windows Phone এর জায়গায়।  তো যা বলছিলাম, এর ব্যবহার কে যদি আরো বিস্তারিত করে বুঝা যায়, তবে এটির জনপ্রিয়তা Android-iOS এর কাছে বা ছাড়িয়ে চলে যেতে পারে। আর এটি সম্ভবও। যেহেতু, এই OS ব্যবহার একটু কঠিন (Andoird-iOS এর তুলনায়);

ScreenShot নেয়া মাঝে মাঝে আমাদের খুব প্রয়োজন হয়। যেমন, কোনো website এর কিছু তথ্য বা ছবি সহ Articles সেভ করা, Funny কিছু সরাসরি Share করা, আবার আপনি আপনার Home Screen নিয়ে Showoff অথবা কোনো গেম এ আপনার Unvileaveable Score বন্ধুদের সাথে Share করা,  ইত্যাদি।

Screen Shot নেবার জন্য simply, POWER button টি ধরে রেখে, START button টি চাপুন। আপনার Display তে ঐ সময় যা ভেসে থাকবে, তৎক্ষণাৎ Screen Shot নিয়ে Save হয়ে যাবে। Photohub এ ScreenShot album এ আপনার পূর্বের নেয়া ScreenShot টি দেখতে পারবেন। আর সবার সাথে Share করতে পারবেন আপনার প্রিয় বা জরুরী image টি।

নিচের ছবিটি লক্ষ্য করুন।


[Note: ১। Windows Phone 8 এর জন্য প্রযোজ্য।

২। পূর্বের Version এর জন্য Software ব্যবহার করে ScreenShot নিতে      হয়। কিন্তু উহা যথেষ্ট জামেলা পূর্ণ। কমেন্ট এ যদি দেখি WP 7 বা WP 7.5 এর জন্য এই টিপস টি বেশি চাওয়া হয়, তবে আরেকটি পোস্ট করে ফেলব এই বিষয়ে।
৩। কিন্তু আমার মতে আপনারা যারা WP8 এ এখনো Upgrade হননি, তারা অনেক miss করছেন। জলদি WP 7 এবং WP 7.5 ছেড়ে upgrade করে নিন। অসাধারণ সব ফিচার উপভোগ আপনার জন্য অপেক্ষারত।]


সকলে কমেন্টস আশা করছি।







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন